লিটনের ফিফটিতে জয় পেল ঢাকা ক্যাপিটালস

by Sports Desk

লিটন দাস ও থিসারা পেরেরার দারুণ ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। শুরুটা খুব বেশি ভালো না হলেও লড়াই করেছে সিলেট স্ট্রাইকার্স। তবে শেষ জয় পেয়েছে ঢাকা।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাস। জবাবে সিলেট স্ট্রাইকার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রানের বেশি করতে পারেনি।

জয়ের জন্য শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল ২৩ রান। মুস্তাফিজুর রহমানের করা ওই ওভারের প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ সহজ করে দেন সামিউল্লাহ শিনওয়ারি। এতে কিছুক্ষণের জন্য ঢাকার সমর্থকদের মাঝে শঙ্কা সৃষ্টি করেছিলেন এই আফগান ক্রিকেটার। তবে চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে আরিফুল হক ও শিনওয়ারিকে আউট করে ঢাকার জয় নিশ্চিত করেন মুস্তাফিজ।

সুপ্তি / টিডিএস

You may also like