চার মাস পর আন্তর্জাতিক ম্যাচে নামছেন সাবিনারা

by Sports Desk

সাফ চ্যাম্পিয়ন হওয়ার চার মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাফুফে-কে তথ্যটি আনুষ্ঠানিক নিশ্চিত করে আমিরাত।

বাফুফের সদস্য এবং নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানান, নারী ফুটবল দল ম্যাচের দুই দিন আগে আরব আমিরাত যাবে। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দুটি খেলা নিশ্চিত হয়েছে। দল ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত যাবে এবং ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ ম্যাচ খেলবে।”

দুই ম্যাচের প্রথমটি ফিফা উইন্ডোতে পড়বে, ফেব্রুয়ারির উইন্ডো শেষ হবে ২৬ তারিখে। মার্চের ২ তারিখের ম্যাচটি আনঅফিসিয়াল হবে। বাফুফে চেষ্টা করেছিল যাতে দুইটি ম্যাচই উইন্ডোতে খেলা যায়। আরব আমিরাত একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। তাই বাংলাদেশের সাথে একটি ম্যাচ উইন্ডোতে খেলতে সম্মতি জানিয়েছে।

সাবিনা-ঋতুপর্ণারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছরের ৩০ অক্টোবর, কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিলেন তারা।

আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে। দুই বছরের জন্য নিয়োগ পাওয়া ইংল্যান্ডের কোচ পিটার বাটলার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দলের দায়িত্বে ফিরে আসবেন।

সুপ্তি / টিডিএস

You may also like