লিটন দাসের সেঞ্চুরি এখন বর্ষসেরা টেস্ট ইনিংসের দৌড়ে

by Sports Desk

গত বছর সাদা বলের ক্রিকেটে কিছুটা ম্লান ছিলেন লিটন কুমার দাস। এমনকি দল থেকেও বাদ পড়েছিলেন। তবে লাল বলের ক্রিকেটে নিজের ক্যারিয়ারে নতুন করে বাইশ গজে রঙ ছড়িয়ে দিয়েছেন তিনি। এবার তার সেই পারফরম্যান্স পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তার একটি সেঞ্চুরিকে ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় স্থান দিয়েছে।

এই তালিকায় লিটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইংল্যান্ডের অলি পোপ, ভারতের ইয়াশভি জয়সাওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুক।

বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ২০০১ সাল থেকে টেস্ট খেললেও, ২০২৪ সালের আগে কখনো তাদের বিপক্ষে জয় পায়নি। তবে এবারের রাওয়ালপিন্ডি টেস্টে সেই স্বপ্নময় জয় আসে, যেখানে সিরিজ জয় এবং হোয়াইটওয়াশ করার নজির গড়েন তারা। এই অর্জনে লিটনের বড় অবদান ছিল।

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সঙ্কটে ছিল দল। তবে সেখান থেকে দলের হাল ধরেন লিটন। সপ্তম উইকেট জুটিতে মিরাজের সঙ্গে গড়ে তোলেন ১৬৫ রানের জুটি। ২২৮ বল খেলে ১৩৮ রান করেন লিটন, এবং বাংলাদেশ শেষ পর্যন্ত ৬ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। তার এই ইনিংসটি ক্রিকইনফো’র বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়।

এছাড়া পোপের হায়দরাবাদ টেস্টে ভারতের বিপক্ষে করা ১৯৬ রানের ইনিংস, জয়সাওয়ালের বিশাখাপত্তমে ইংল্যান্ডের বিপক্ষে করা ২০৯ রান, ব্রুকের মুলতান টেস্টে ৩১৭ রান এবং হেডের অ্যাডিলেডে ভারতের বিপক্ষে করা ১৩০ রানের ইনিংসও এই তালিকায় রয়েছে।

সুপ্তি / টিডিএস

You may also like