বিপিএল পারিশ্রমিক বকেয়া নিয়ে তামিমের ক্ষোভ

by Sports Desk

বিপিএলে রাজশাহীর ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে উপস্থিত হন ফরচুন বরিশালের অধিনায়ক। জাতীয় দল থেকে সদ্য অবসরে যাওয়া এই ক্রিকেটার বিষয়টি বিসিবির কাঁধেও দায় দিয়েছেন।

বকেয়া ইস্যুতে তামিম বলেন, ‘আমি চাই বিপিএল অনেক ভালো করুক অনেক নাম করুক। একটা সময় আমরা অনেক দ্রুত আগাচ্ছিলাম। যখন ফ্র্যাঞ্চাইজি নিচ্ছেন খুব সতর্ক হওয়া উচিৎ। কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না। দিনশেষে একটা দল যদি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে… অতীতে এমন হয়েছে ৫০ শতাংশ বাকি।শেষ পর্যন্ত দর কষাকষি করে ২৫ শতাংশ দেয়, খেলোয়াড়রা খুশি হয়ে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘দোষ তো খেলোয়াড়দের না। ওরা তো ১৬ ম্যাচ ভালো করেই খেলে। দোষ হলো ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির। ওরা এই দর কষাকষি কেন খেলোয়াড়দের সাথে করে?’

দ্রুতই সমস্যার সমাধানের কথা বলে তামিম বলেন, ‘আশা করি সমাধানের চেষ্টা করবেন। এমন যেন না হয়। এটা শুধু বিপিএলকেই ছোট করে না। দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার আসতে চায়। এসব হলে সমস্যা হয়ে যায়। ফ্র্যাঞ্চাইজি ঠিকঠাক বেছে নেওয়া সবচেয়ে জরুরি।’

ড্রাফটের বাইরে যে ক্রিকেটারদের সাথে সরাসরি চুক্তি হয়, তা নিয়ে তামিম বললেন, ‘ড্রাফটের বাইরে কেউ সাইনিং করলে এটারও যেন একটা চুক্তিপত্র থাকে। এটার একটা কপি আমি নিজের কাছে রাখব, একটা বিসিবিকে দিব, একটা ফ্র্যাঞ্চাইজি রাখবে। অন্তত বিসিবি জানবে আমি কত পাচ্ছি। এ জিনিসটা করলে এসব সমস্যা হবে না। এই টুর্নামেন্টে হিউজ পটেনশিয়াল। আমরা কাজগুলো ঠিকঠাক করছি না।’

ইউএ / টিডিএস

You may also like