শাকিবের দলের ব্যর্থতার কারণ জানালেন বিদেশি ক্রিকেটার

by Sports Desk

গতকালের ম্যাচে চিটাগাং কিংসের জয়ে পরে ঢাকা ক্যাপিটালস টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল। তাই ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ছিল শুধুমাত্র নিয়ম রক্ষার। এমনকি নিয়মরক্ষার ম্যাচেও ক্যাপিটালসের ব্যাটিং লাইন-আপে কোনো পরিবর্তন আসেনি। যার ফলে মাত্র ৭৩ রানে অলআউট হয়ে যায় তারা। বরিশাল ৮১ রানের সহজ লক্ষ্য ৮১ বল হাতে রেখেই অতিক্রম করে।

হারের পর সংবাদ সম্মেলনে ক্যাপিটালসের বিদেশি ক্রিকেটার জেপি কোটজ ব্যাখ্যা দেন কেন কম রানে আউট হয়েছেন।

কোটজে বলেন, ‘আসলে আমার মনে হয় না উইকেট এতটাও কঠিন ছিল। দেখবেন যে তারা (বরিশাল) কীভাবে ব্যাট করেছে। তারা শুরু থেকেই আগ্রাসী ছিল। রান বের করেছে। আর আমরা একের পর এক উইকেট হারিয়ে গিয়েছি। কোনো ব্যাটারই ভালো করেনি। না সিঙ্গেল পেয়েছি না বাউন্ডারি বের করতে পেরেছি। কিছুই কাজে দেয়নি। উইকেট এত খারাপ ছিল না। আমরাই খারাপ খেলেছি।’

নিজের ব্যাটিং নিয়ে কোটজে বলেন, ‘ক্রিজে স্টাক হয়ে ছিলাম। রান বের করতে পারছিলাম না। সিঙ্গেল পাচ্ছিলাম না। (মোহাম্মদ) নবী অনেক স্মার্ট বোলার। আমাকে সামনে আসতে দেখে সে ওয়াইড বল করে দিয়েছে। কিছুটা শক্ত হাতে শুরু থেকে চালিয়ে খেলা উচিত ছিল হয়ত। স্মার্ট বোলিংয়ে নবী আজকে আমাকে হারিয়ে দিয়েছে।’

মিরপুর এবং সিলেটের পিচ নিয়ে কোটজে বলেন, ‘(সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানে) পিচের ভূমিকা আছে। ২৫০ রান আমরা সিলেটে করেছি, সেখানে দারুণ উইকেট। আজকে চিটাগং জেতায় আমরা বাদ পড়ে গেছি। ফলে আমরা আগেই জানতাম আমরা বাদ। এখানে কিছু একটা ঘাটতি ছিল হয়ত। দিনশেষে ক্রিকেট খেলা এমনই। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার কাছে ৬৮ রানে অলআউট হয়েছে, আবার ৪০০+ রানও করেছে। এটাই ক্রিকেট আসলে।’

সুপ্তি / টিডিএস

You may also like