হোয়াইটওয়াশ হয়ে ক্যারিবিয়ান সফর শেষ বাংলাদেশের

by Sports Desk

তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে হেরে সফর শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শনিবার (১ ফেব্রুয়ারি) সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত দুই ফরম্যাটের ছয়টি ম্যাচে শেষ হয়েছে সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে একটি ম্যাচ জিতলেও টি-টোয়েন্টিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তাঁরা।

বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের চেষ্টা করেছিল। তবে ২-১ ব্যবধানে সিরিজ হেরে তারা সেই সুযোগ আগেই হারিয়ে ফেলে।

শেষ ম্যাচটিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। সফরকারী ব্যাটাররা একে একে ব্যর্থতার পরিচয় দেন। ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয়।

ছোট পুঁজি নিয়ে লড়াইয়ের সাহস দেখিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। দলীয় ২৬ রানেই তারা ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট তুলে নেয়।

দিয়েন্দ্রা দোটিন ১০ রান করে আউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩০০০ রান পূর্ণ করার রেকর্ড গড়েন ক্যারিবীয় নারী দলের এই ব্যাটার।স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের জয়টি এসেছে গ্লাসগো ও সাবিকা গজনবির ব্যাটে।

ক্যারিবীয় সিরিজে বাংলাদেশের জন্য একমাত্র সান্ত্বনা হিসেবে একটি ওয়ানডে জয়ই থেকে গেছে।

ইউএ / টিডিএস

You may also like