দ্বিতীয় কিস্তিতে কত পেলেন রাজশাহীর খেলোয়াড়রা

by Sports Desk

কথা রাখতেই চুক্তির প্রথম দিন ২৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ অর্থ ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ক্রিকেটারদের একটি অংশ পরিশোধ করা হয়। এখন পর্যন্ত ৪৫ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে। প্রথম দফায় ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছিল দলটি।

বিপিএল থেকে আগেই বিদায় নিশ্চিত হলেও বিতর্ক থামেনি ফ্র্যাঞ্চাইজির। দেশি-বিদেশি সকল খেলোয়াড়দের বেতন আটকে ছিল। এমনকি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পর মালিক শফিকুর রহমানের দেশ ত্যাগের গুঞ্জনও ছড়িয়েছিল। দুর্বার রাজশাহীর মালিককে পুলিশি হেফাজতে নেয়া হলে তিনি প্রতিশ্রুতি দেন তিন কিস্তিতে খেলোয়াড়দের বাকি থাকা অর্থ পরিশোধ করা হবে।

এর আগে পারিশ্রমিক প্রদানে চেক বাউন্সের ঘটনা ঘটেছিল। তবে এবারের পরিশোধে তেমন কোনো বিতর্কের সুযোগ নেই। কারণ এইবার নগদ টাকায় তাদের চুক্তির ২০ শতাংশ পরিশোধ করা হয়েছে।

পুলিশি হেফাজতে শফিকুর রহমান জানিয়েছিলেন, ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করা হবে।

ইউএ / টিডিএস

You may also like