ফাইনাল খেলতে ফরচুন বরিশালে জিমি নিশাম

by Sports Desk

২০২৫ সালের বিপিএলের ফাইনাল ম্যাচের জন্য কিউই তারকা জিমি নিশাম ফরচুন বরিশালের হয়ে খেলতে ঢাকায় আসছেন। তিনি দক্ষিণ আফ্রিকার এসএ ২০ টুর্নামেন্ট থেকে সরাসরি স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন কিউই তারকা।

Advertisements

গতকাল বিকেলেই নিশামের ঢাকায় আসার খবর নিশ্চিত হয়েছিল। তিনি প্রখ্যাত গলফার টাইগার উডসের বিষয়ে লিখিত বই ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ এর ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন, যেখানে ইমোজি দিয়ে তিনি জানান দেন, তিনি দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আসছেন।

প্রথম কোয়ালিফায়ার জিতে বরিশাল ইতোমধ্যে ফাইনালে পৌঁছে গেছে। আগামী ৫ ফেব্রুয়ারি খুলনা টাইগার্স ও চিটাগাং কিংসের মধ্যেকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ৭ ফেব্রুয়ারির গ্র্যান্ড ফাইনালে তারা মুখোমুখি হবে।

সুপ্তি / টিডিএস

You may also like