চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করল বিসিবি

by Sports Desk

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, তবে বাংলাদেশ মাঠে নামবে ২০ ফেব্রুয়ারি, আসরের দ্বিতীয় দিন। আজ রোববার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের নতুন জার্সি উন্মোচন করেছে।

সন্ধ্যা সাড়ে ৬টার একটু পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে জার্সি প্রকাশ করা হয়। লাল-সবুজ থিমের ওপর সোনালি রঙে বাঘের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে এই জার্সিতে।

Advertisements

নতুন জার্সি পড়ে ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ, লেগ স্পিনার রিশাদ হোসেনসহ স্কোয়াডের ১৫ ক্রিকেটার।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ হবে।

এবার বৈশ্বিক এই আসরের সরাসরি সম্প্রচার টিভিতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চলে। প্রথমবারের মতো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও সম্প্রচারিত হবে।

ডিজিটাল প্ল্যাটফর্মে ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজি, বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নর ভাষায় ধারাভাষ্য থাকবে।

সুপ্তি / টিডিএস

You may also like