চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশ সময় বিকেল ৩ টায় ম্যাচটি শুরু হবে।
প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যকেই ব্যাটিং ও বোলিং করার সুযোগ দেওয়া হচ্ছে। তাই আলাদা করে একাদশ নির্বাচন করেনি টিম টাইগার্স। তবে পাকিস্তানকে একাদশ দেওয়া হয়েছে মোহাম্মদ হারিসের নেতৃত্বে।
আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করবে বাংলাদেশ দল। এর পর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টাইগাররা। বাংলাদেশ দলের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।
বাংলাদেশ স্কোয়াড
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।
ইউএ / টিডিএস