কষ্ট হলেও পরের ম্যাচে খেলতে চান হৃদয়

by Sports Desk

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। গতকাল ভারতের কাছে ৬ উইকেটের ব্যবধানে হারে টাইগাররা। যদিও ম্যাচে হারলেও বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। নিজের দুর্দান্ত ইনিংস খেললেও দলের জয় না পাওয়ার আক্ষেপ ফুটে উঠেছে তার কণ্ঠে।

প্রথমে ব্যাট করতে নেমে ৩৫ রানেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এমন পরিস্থিতিতে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজন ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। এ জুটির বদৌলতে বাংলাদেশ ম্যাচে ফিরলেও হৃদয় তার সেঞ্চুরির আনন্দ উপভোগ করেন। এতে দলকে লড়াইয়ের সুযোগ দেন তিনি।

Advertisements

অল্প পুঁজি নিয়ে বাংলাদেশ বোলাররা ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় নিজের হতাশা প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক‍্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।’

সেঞ্চুরি করার পথে পায়ে ক্র্যাম্পে আক্রান্ত হন হৃদয়। ব্যথা সত্ত্বেও দীর্ঘ সময় ব্যাট করেছেন তিনি। পরের ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হতে তার পক্ষ থেকে সবকিছুই করা হবে, জানিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।

তিনি ফেসবুকে লেখেন, ‘শতরানের জন‍্য আল্লাহর কাছে শুকরিয়ার শেষ নেই, তবে মন খারাপ। হয়তো আমি আরো একটু ভালো খেললে দলের জন‍্য আরো ভালো হতো। পরের ম‍্যাচে ফিরতে চাই, তারজন‍্য যত কষ্টই সহ‍্য করতে হোক না কেনো।’

সুপ্তি / টিডিএস

You may also like