ঘরোয়া ক্রিকেটেই জায়গা পাচ্ছেন না লিটন-মোস্তাফিজ

by Sports Desk

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি।

ডিপিএলে দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার। জানা গেছে, লিটন দলবদলের টোকেন তুলেছেন। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে আগ্রহী নয়। যদি লিটন ১২ লাখ টাকায় রাজি হন তাহলে একটি ক্লাব তাঁর নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে।

Advertisements

এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক ৫০–৬০ শতাংশ পর্যন্ত কমে গেছে। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটাররা এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী। সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকায় হতাশা আরও বাড়িয়েছে।

এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি। অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না। যা আমাদের কষ্ট দিচ্ছে।’

অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কয়েকটি ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে।

ইউএ / টিডিএস

 

You may also like