হামজাকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বলে সম্বোধন জামালের

by Sports Desk

বাংলাদেশি বংশোদ্ভূত দুই ফুটবলার নিয়ে মন্তব্য করেছেন দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

শনিবার (১ মার্চ) থেকে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের কাবরেরার অধীনে অনুশীলনে যোগ দিয়েছেন অধিকাংশ খেলোয়াড়। তবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম এখনো দলের সঙ্গে যোগ দেননি।

Advertisements

বসুন্ধরায় অনুশীলনের সময় জামাল বলেছেন, ‘আমি মনে করি, এই দলে হামজা সেরা প্লেয়ার এবং সম্ভবত এই সাউথ এশিয়াতেও সেরা খেলোয়াড়। হামজা এলে সেটা সম্ভবত টিমের জন্য সেরা বুস্ট আপ হবে।’

প্রতিপক্ষের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশে ফিরতে চান জামাল। তিনি আরও বলেছেন, ‘অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে আমি মনে করি তাদের সঙ্গে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে আমরা প্রত্যাশা করি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা তিন পয়েন্ট নিতে চাই।’

ফাহমিদুলের ব্যাপারে জামাল বলেন, ‘ওকে দলের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমি আসলেই উনাকে চিনি না। উনার সম্পর্কে তথ্য দিতে পারব না। কোচ তাকে চুজ করছেন। অবশ্যই তিনি ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে। তারপর আমরা দেখব কী হয়।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ইউএ / টিডিএস

You may also like