পাকিস্তানের নতুন অধিনায়ক কঠিন প্রতিপক্ষ মানছেন বাংলাদেশকে

by Sports Desk

ওরা শক্তিশালী একটি দল সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় – বলেছেন পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়কের। তবে সামনে সেই আক্ষেপ মেটানোর সুযোগ রয়েছে তার। কারণ মাস দুয়েক পর বাংলাদেশ সফরে পাকিস্তানে আসতে যাচ্ছে।

এ প্রসঙ্গে সালমান বলেন, ‘দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারিনি। আমরা অপেক্ষায় আছি বাংলাদেশ এখানে এলে অনেক ভালো আতিথ্য পাবে। ওরা শক্তিশালী একটি দল সবসময় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়।’

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও বাকি দুটি ম্যাচেই পরাজিত হয়েছে স্বাগতিকরা। বোলিং এবং ব্যাটিং উভয় বিভাগেই তারা ব্যর্থ হয়েছিল। তবে সেই ব্যর্থতার রেকর্ড ভেঙে শিগগিরই ঘুরে দাঁড়াবে পাকিস্তান এমনটাই প্রত্যাশা করছেন সালমান আলি আগার।

তিনি বলেন, ‘সামনে এশিয়া কাপ আছে, তারপর বিশ্বকাপ। বিশ্বকাপে ভালো করাই সবসময় লক্ষ্য থাকে। আমরাও তার জন্য পরিকল্পনা করছি। যতো সিরিজ আছে সেসবেও ভালো করার চেষ্টা করবো।’

তিনি আরও যোগ করেন, ‘খুবই হতাশাজনক। কিন্তু জীবন তো থেমে থাকবে না। জীবন সামনে চলতে থাকবে। তাই সামনে কী হবে তার দিকেই নজর দিচ্ছি আমি। যারা সেমিফাইনালে গেছে তাদের জন্য আমার শুভকামনা। আশা করি ওরা ভালো ম্যাচ খেলবে।’

ইউএ / টিডিএস

You may also like