জুলাই আন্দোলনে নিহত রিয়ার নামে ক্রীড়া কমপ্লেক্স

by Sports Desk

অন্তর্বর্তীকালীন সরকার সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নামে থাকা স্থাপনা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই অনুযায়ী ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনার নামও পরিবর্তন করা হচ্ছে। সম্প্রতি, ধানমন্ডিতে অবস্থিত মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নাম হয়েছে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’।

গত বছর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে গুলি লেগে আহত হন রিয়া গোপ, এবং কিছুদিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাত্র সাড়ে ছয় বছর বয়সী এই শিশুর অকাল মৃত্যু দেশব্যাপী শোকের সৃষ্টি করেছিল। তার স্মৃতিকে চিরকাল স্মরণীয় রাখতে জাতীয় ক্রীড়া পরিষদ মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স’ রাখার সিদ্ধান্ত নেয়।

Advertisements

মহিলা ক্রীড়া কমপ্লেক্স, যা আগে ক্রীড়াঙ্গনে পরিচিত ছিল, এটি আওয়ামী লীগ আমলে সাবেক অ্যাথলেট এবং শেখ কামালের প্রয়াত বধূ সুলতানা কামালের নামে নামকরণ করা হয়েছিল।

এছাড়াও, দেশের প্রধান ক্রীড়া ভেন্যুর নামেও পরিবর্তন এসেছে। কিছু সপ্তাহ আগে জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘জাতীয় স্টেডিয়াম’ রাখা হয়েছে। তার সাথে জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নামও শেখ রাসেল বাদ দিয়ে পরিবর্তন করে রাখা হয়েছে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’। রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্সের নাম পরিবর্তন করে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে, এবং জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম থেকে শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।

এছাড়াও, উপজেলা ও জেলা পর্যায়েও বেশ কিছু স্থাপনার নাম পরিবর্তন হয়েছে। জাতীয় স্টেডিয়ামের পর এবার জাতীয় পর্যায়ের আরও চারটি ক্রীড়া স্থাপনার নাম নতুন করে রাখা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম এনডিসি আজ এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্টদের এই পরিবর্তনের বিষয়টি অবহিত করেছেন।

সুপ্তি / টিডিএস

You may also like