শ্রীলঙ্কা সফরের সময়সূচি প্রকাশ

by Sports Desk

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য নতুন করে সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিবৃতি দিয়ে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ওয়ানডে ফরম্যাটের ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

Advertisements

নতুন এই সফর শুরু হবে ২৪ এপ্রিল থেকে। ওয়ার্ম আপ ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর ২৬ এপ্রিল হবে প্রথম ওয়ানডে। দুদিন পর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। পরবর্তীতে পহেলা মে, ৩ মে, ৬ মে এবং ৮ মে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

সিরিজের সব ম্যাচ হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে। তবে খেলা শুরু হওয়ার সময় এখনও নির্ধারণ করা হয়নি।

ইউএ / টিডিএস

You may also like