এপ্রিলে বাংলাদেশ যুব দল শ্রীলঙ্কা যাবে

by Sports Desk

আগামী এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ তথ্য জানায়।

Advertisements

এই সফরে বাংলাদেশ যুব দল ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সফরের শুরু হবে ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ দিয়ে, এরপর ২৬ এপ্রিল থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। পরবর্তী ম্যাচগুলো হবে ২৮ এপ্রিল এবং ১, ৩, ৬, ও ৮ মে। সিরিজের সব ম্যাচ হাম্বানটোটা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

২০২৪ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য দল গঠনের কাজ শুরু করেছে বিসিবি।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পূর্ণ সূচি:

২৬ এপ্রিল: প্রথম ওয়ানডে, হাম্বানটোটা
২৮ এপ্রিল: দ্বিতীয় ওয়ানডে, হাম্বানটোটা
১ মে: তৃতীয় ওয়ানডে, হাম্বানটোটা
৩ মে: চতুর্থ ওয়ানডে, হাম্বানটোটা
৬ মে: পঞ্চম ওয়ানডে, হাম্বানটোটা
৮ মে: ষষ্ঠ ওয়ানডে, হাম্বানটোটা

You may also like