মাহমুদউল্লাহর অবসরে তামিমের আবেগঘন পোস্ট

by Sports Desk

ওয়ানডে থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের ঘোষণায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

ভবিষ্যতের জন্য মাহমুদউল্লাহকে শুভকামনা জানিয়ে তিনি লিখেছেন, ‘বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠ ও মাঠের বাইরে আপনি আমাদের অনেকের অনুপ্রেরণা। আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্মৃতিগুলো মনে পড়বে। দেশের ক্রিকেটে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা।’

Advertisements

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ।’

আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন তিনি।

ইউএ / টিডিএস

You may also like