সোমবার বিসিবি বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

by Sports Desk

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলমান এবং এর মধ্যে দ্বিতীয়বারের মতো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। আগামী ২৪ মার্চ (সোমবার) দুপুর ১২টায় মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। সভার সভাপতিত্ব করবেন ফারুক আহমেদ, এবং এতে অংশ নেবেন অন্যান্য পরিচালকরা।

এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির ১৯তম সভা। সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, তার মধ্যে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো এবং টি-টোয়েন্টি ফরম্যাটের নতুন অধিনায়ক নিয়ে আলোচনা করা হবে।

এছাড়া, ক্রিকেটের অন্যান্য বিষয়, বিশেষ করে পরবর্তী ঘরোয়া বা আন্তর্জাতিক টুর্নামেন্ট সম্পর্কিত আলোচনা হতে পারে এই বৈঠকে।

You may also like