২৪ ফুটবলারের দল নিয়ে ভারতে বাংলাদেশ

by Sports Desk

২৫ মার্চ, এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে ৯টায় দেশ ছেড়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দল।

ভারতের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ২৪ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন, যেখানে আছেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন এবং আরও অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

ভারত সফরের আগে ক্যাবরেরা ৩৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন। পরবর্তীতে ৯ জনকে বাদ দিয়ে ২৮ জনের একটি দল নিয়ে সৌদিতে ক্যাম্প শুরু করেন। এই ক্যাম্পে হামজা চৌধুরী ছিলেন না। ক্যাম্প শেষে ফাহমিদুলসহ তিন ফুটবলারকে বাদ দেওয়া হয় এবং সফরের আগে আরও দু’জনকে দলে থেকে বাদ দেওয়া হয়।

বাংলাদেশের ভারত সফরের চূড়ান্ত দল: হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া, মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, রহমত মিয়া, শাকিল হুসাইন, ইশা ফয়সাল, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, মোহাম্মদ হৃদয়, কাজেম কিরমানি, মো. সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মুজিবর রহমান, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম এবং আল আমিন।

You may also like