আবারো জুয়ার বিতর্কে জড়ালেন সাকিব

by Sports Desk

এবার জুয়ার সঙ্গে জড়িয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন দেশ থেকে নির্বাসিত এই অলরাউন্ডার তারকা।

বিতর্ক যেন বার বার সামনে আসছে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের। গত ডিসেম্বরে বোলিং অ্যাকশনের ত্রুটির জন্য আইসিসির নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন তিনি। আইসিসির বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার মাত্র এক দিন পর আবারো অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়লেন সাকিব আল হাসান।

Advertisements

শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ‘ওয়ান-এক্সবেট’ নামে পরিচিত একটি জুয়া কোম্পানির বিজ্ঞাপন শেয়ার করেন তিনি। যদিও দেশের আইন অনুযায়ী সব ধরনের জুয়া নিষিদ্ধ তবুও সেই আইনকে তোয়াক্কা না করে এ কাজ করেছেন সাকিব।

তবে এটি প্রথমবার নয়। প্রায় দুই বছর আগে সাকিব আরেকটি বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’-এর শুভেচ্ছাদূত হয়েছিলেন যা নিয়ে তখনও ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সে সময় তিনি জাতীয় দলের ক্রিকেটার ছিলেন। এর আগেও জুয়াড়ির কাছ থেকে তথ্য গোপন করায় ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব।

এবার যদিও সাকিব দেশের বাইরে আছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতেও নেই সেজন্য দেশের আইন তার উপর প্রযোজ্য নাও হতে পারে। তবে প্রশ্ন থেকে যায় দেশের আইনে নিষিদ্ধ বিষয়টি প্রচার করে সাকিবের ইমেজ কতটা প্রশ্নবিদ্ধ হবে এবং তার দেশে থাকা ভক্তদের প্রতিক্রিয়া কেমন হবে।

ইউএ / টিডিএস

You may also like