বাংলাদেশকে শিলংয়ে অনুশীলনের জন্য টাকা দিতে হচ্ছে

by Sports Desk

বাফুফে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথমে জানানো হয়েছিল, বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টায়। সেই অনুযায়ী বাংলাদেশ থেকে আসা সংবাদমাধ্যম কর্মীরা জওহরলাল নেহেরু স্টেডিয়ামের পাশের মাঠে পৌঁছান। তবে সেখানে গিয়ে জানা যায়, অনুশীলন সময় দেড় ঘণ্টা পিছিয়ে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।

নতুন সময় অনুযায়ী বাংলাদেশ দলের অনুশীলন শুরু করতে গিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সমস্যায় পড়েন, কারণ ফ্লাডলাইট তখনো চালু হয়নি। ওই সময় বাংলাদেশ কোচ কিছুটা বিরক্তি প্রকাশ করেন। প্রথমদিকে ভারত ফুটবল অ্যাসোসিয়েশন কিছুটা অপ্রস্তুত হয়ে মাঠে অনুশীলন করতে দেয় বাংলাদেশ দলকে।

Advertisements

পরে, ভেন্যু পরিবর্তন করা হলেও আসল কারণ জানানো হয়। বাংলাদেশ দল টাকার বিনিময়ে নেহেরু স্টেডিয়ামের টার্ফ মাঠে অনুশীলন করছিল। তবে অনুশীলন শুরুতে দেরি হওয়ার কারণ ছিল, বাফুফে তাদের পক্ষ থেকে টাকা পরিশোধ করতে পারেনি। টাকা পরিশোধ হওয়ার পরই জামাল ভূঁইয়া, তারিক কাজীসহ দলের খেলোয়াড়রা অনুশীলন শুরু করতে পারেন।

You may also like