হার্টে রিং পরানো হলো তামিমকে

by Sports Desk

হার্টের এনজিওগ্রাম করানোর পর তামিম ইকবালের হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন আজকের ম্যাচের রেফারি দেবব্রত পাল।

এর আগে, ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে সাভারের বিকেএসপিতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। টসের পরই বুকে ব্যথা অনুভব করলে তাঁকে দ্রুত বিকেএসপির পাশে কেপিজে হাসপাতালে নেওয়া হয়। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাভারের কেপিজে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এদিকে, তামিমকে ঢাকায় নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল।

You may also like