তামিমের সুস্থতা কামনায় মালিঙ্গা-কলকাতা নাইট রাইডার্স

by Sports Desk

তামিম ইকবাল ও লাসিথ মালিঙ্গা খেলোয়াড়ি জীবনে একে অপরের বিপক্ষে বহুবার মাঠে নামলেও, এখন উভয়েই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তামিম ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন, আর মালিঙ্গা এখন কোচ হিসেবে কাজ করছেন। তবে, খেলোয়াড় হিসেবে একে অপরের মুখোমুখি না হলেও, তামিমের দুঃসময়ে তাকে স্মরণ করেছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি।

সোমবার সকালে ডিপিএল ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবাল হার্ট অ্যাটাকের শিকার হন। এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে, এরপর সেখানে একটি রিং বসানো হয়। তবে এখনও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

তামিমের এমন পরিস্থিতিতে লাসিথ মালিঙ্গা নিজের ফেসবুক পোস্টে শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, “তামিমের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। মাঠে যেমন সব সময় লড়াই করে গেছো, তেমনি এবারও লড়াই চালিয়ে যাও।”

এছাড়া, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও তামিমের জন্য শুভকামনা জানিয়েছে। তারা তাদের ফেসবুক পেইজে তামিমের ছবি শেয়ার করে লিখেছে, “দ্রুত সুস্থ হও তামিম ইকবাল। পুরো ক্রিকেট বিশ্ব তোমার জন্য প্রার্থনা করছে।”

তামিমের শারীরিক অবস্থার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল-ক্লিনিক শাখা) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স ধমনীতে ব্লক ধরা পড়ে। এই কারণে জরুরি ভিত্তিতে স্টেন্ট বসানো হয়, যাতে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় এবং তামিম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

You may also like