পিএসএল ড্রাফটে নাহিদ-লিটনের বিকল্প কারা?

by Sports Desk

পিএসএল রিপ্লেসমেন্ট ড্রাফটে পরিবর্তনের তালিকায় নেই বাংলাদেশের নাহিদ রানা এবং লিটন দাসের নাম।

সোমবার (২৪ মার্চ) ভার্চুয়ালি হয়ে গেল পিএসএল রিপ্লেসমেন্ট ড্রাফট। কিছু খেলোয়াড় পুরো মৌসুম বা আংশিক সময়ের জন্য অনুপস্থিত থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের স্কোয়াড শক্তিশালী করতে বেশকিছু পরিবর্তন করেছে।

Advertisements

তবে বাংলাদেশের নাহিদ রানা এবং লিটন দাসের নাম সেই পরিবর্তনের তালিকায় নেই। নাহিদের জন্য পেশোয়ার এবং লিটনের জন্য করাচি তাদের স্কোয়াডে নতুন কাউকে অন্তর্ভুক্ত করেনি।

পেশোয়ার জালমি এই দিনে করবিন বশের পরিবর্তে দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে। লিন্ডে পুরো মৌসুমের জন্য দলের অংশ হবেন। পিএসএল ছেড়ে করবিন বশ কয়েকদিন আগে আকস্মিকভাবে আইপিএলে যোগ দেন। তবে গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানা জন্য তাদের বদলি নির্বাচন সংরক্ষিত রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে দলে ভিড়িয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টের কিছু অংশে রাসি ভ্যান ডার ডুসেনের পরিবর্তে অজি উইকেটরক্ষক ব্যাটার ক্যারি দলে অন্তর্ভুক্ত হয়েছেন। করাচি কিংস সিলভার ক্যাটাগরির খেলোয়াড় লিটন দাসের জন্য কাউকে নতুন করে দলে নেয়নি। লিটন এবং নাহিদ রানা জন্য বিকল্প নিতে দলগুলো টুর্নামেন্ট চলাকালীন প্রয়োজনে পরিবর্তন আনার জন্য অপেক্ষা করবে।

সব মিলিয়ে পাঁচজন খেলোয়াড় কিছু ম্যাচ মিস করতে পারেন। তারা হলেন: নাহিদ রানা (পেশোয়ার জালমি, গোল্ড ক্যাটাগরি), লিটন দাস (করাচি কিংস, সিলভার ক্যাটাগরি), রাসি ভ্যান ডার ডুসেন (ইসলামাবাদ ইউনাইটেড), মার্ক চ্যাপম্যান (কোয়েটা গ্ল্যাডিয়েটরস, প্লাটিনাম ক্যাটাগরি), কেইন উইলিয়ামসন (করাচি কিংস)।

ইউএ / টিডিএস

You may also like