শঙ্কামুক্ত তামিম ইকবাল

by Sports Desk

অবশেষে সুখবর এলো। গতকাল সকালে হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালকে লাইফ সাপোর্টে নিতে হয়েছিল। ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে মাঠে গিয়েছিলেন, কিন্তু দিন শেষ হয়েছিল হাসপাতালে, করোনারি কেয়ার ইউনিটে। হার্টে রিং পরানোর পর চিকিৎসকরা বলেছিলেন, তামিম পুরোপুরি ঝুঁকিমুক্ত নন, তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে জানা গেল, তামিম শঙ্কা পেরিয়ে গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, যে কোনো সময় হাসপাতাল ছাড়তে পারবেন তিনি।

সাভারের কেপিজে হাসপাতালের পরিচালক ড. রাজীব হাসান সংবাদ সম্মেলনে জানান, “তিনি একটি ক্রিটিক্যাল পিরিয়ডে ছিলেন। পুরোপুরি না হলেও সেই পিরিয়ডটি পেরিয়ে এসেছি। তামিম এখন সুস্থ, খাওয়া-দাওয়া করছেন এবং সবার সঙ্গে কথা বলছেন। আমরা খুব শিগগিরই তাকে ছেড়ে দিতে পারব, তবে তা তার পরিবারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।”

তবে, আপাতত তামিম ইকবালের মাঠে ফেরা হচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, পরবর্তী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। “আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি নিজেই চেকআপ করবেন, যেন তার হার্টের অবস্থা খারাপ না হয়, এবং তা নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ হবে,” বলেছেন চিকিৎসকরা।

এদিকে, আজ সকালে মোহামেডান ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন ঢাকা পোস্টকে জানান, দুপুরে তামিম ইকবালের কিছু পরীক্ষা করা হবে। সবকিছু ঠিক থাকলে, সন্ধ্যা বা রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

You may also like