শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের নতুন বোলিং কোচ

by Sports Desk

চলতি মার্চের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করেছিল দেশটির বোর্ড। ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২১ এপ্রিল লঙ্কায় পাড়ি জমাবে আজিজুল হাকিম তামিম-আবরাররা।

সফরের আগে আলোচনার কেন্দ্রে ছিল যুব দলের নতুন পেস বোলিং কোচের বিষয়টি। আগেই জানা গিয়েছিল, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলার কারণে তালহা জুবায়ের এই সফরে থাকছেন না। ফলে নতুন কোচ কে হবেন, তা নিয়ে ছিল জল্পনা। কয়েকজন কোচের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত যুবাদের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ডলার মাহমুদ।

Advertisements

ডলার মাহমুদ নিজেই জানিয়েছেন, দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন এবং তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। এর আগে তিনি বিপিএলে সিলেট স্ট্রাইকার্স দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে কাজ করেছেন।

আসন্ন শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৪ এপ্রিল, যেখানে ওয়ার্ম-আপ ম্যাচ দিয়ে সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৬ এপ্রিল প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচ ২৮ এপ্রিল। বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১ মে, ৩ মে, ৬ মে ও ৮ মে। সিরিজের সবকটি ম্যাচ হবে হাম্বানটোটায়, তবে খেলা শুরুর সময় এখনো নির্ধারণ করা হয়নি।

ইউএ / টিডিএস

You may also like