দুই ফিফটিতে বাংলাদেশ গড়ল বড় সংগ্রহ

by Sports Desk

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল দুটি ফিফটি হাঁকিয়ে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে।

আজ (মঙ্গলবার) শুরুতে ব্যাট করতে নেমে টাইগ্রেসরা ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে। দলের সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি ৭০ রান করেন। ফারজানা হক রিটায়ার্ড হাট হওয়ার আগে ৫০ রান পূর্ণ করেন।

Advertisements

এছাড়া জান্নাতুল ফেরদৌস ৪৬ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তানের হয়ে উম্মে-ই-হানি ও ওয়াহিদা আক্তার দুটি করে উইকেট নেন।

এর আগে, প্রথম প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে ভালো সূচনা করেছিল বাংলাদেশ নারী দল।

You may also like