উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার পেয়ে নাহিদ রানার মন্তব্য

by Sports Desk

এবারের আয়োজনে উদীয়মান ক্রীড়াবিদ (ক্রিকেট) বিভাগে সম্মাননা পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা।

শুক্রবার (১১ এপ্রিল) ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৪ সালের জন্য ১৫টি ক্যাটাগরিতে মোট ১৩ জন ব্যক্তি, দল ও সংস্থাকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) দেশের অন্যতম প্রাচীন ক্রীড়া সাংবাদিক সংগঠন যা ১৯৬৪ সাল থেকে নিয়মিতভাবে ক্রীড়াবিদদের সম্মাননা দিয়ে আসছে।

গণমাধ্যমের মুখোমুখি হয়ে রানা বলেন, ‘পুরস্কার না আমি সবসময় দেশের জন্য চিন্তা করি, দেশের জন্য খেলি। সে হিসেবে পুরস্কারের জন্য আমার ওতটা চিন্তা থাকে না। চিন্তা থাকে যে দেশের জন্য কীভাবে ভালো করা যায়।’

অনুষ্ঠানে ‘স্পোর্টস পারসন অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার অর্জন করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে ‘পপুলার চয়েজ অ্যাওয়ার্ড’-এ মিরাজ ও উদীয়মান পেসার নাহিদ রানাকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের প্রতিভাবান মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা। দর্শকদের ভোটেই এ সম্মান অর্জন করেছেন তিনি।

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে অংশ নিয়েই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে দেশ ছাড়বেন পেসার নাহিদ রানা। এ প্রসঙ্গে ডানহাতি এই পেসার জানান, ‘বাংলাদেশ দলের টেস্ট সিরিজ আছে। সিরিজের একটা ম্যাচ খেলার পর বোর্ড এনওসি (অনাপত্তিপত্র) দেবে বলে আমার সঙ্গে কথা হয়েছে।’

ইউএ / টিডিএস

You may also like