ইংল্যান্ডে মাঠে নামছেন সাব্বির রহমান

by Sports Desk

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটার সাব্বির রহমান। তবে দলটির পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। গ্রুপপর্বে ১১ ম্যাচে মাত্র তিনটি জয় পেয়েছে পারটেক্স, অবস্থান এখন পয়েন্ট টেবিলের দশম স্থানে। ফলে রেলিগেশন পর্বে খেলতে হচ্ছে সাব্বিরদের।

ব্যক্তিগতভাবেও ভালো সময় কাটছে না সাব্বিরের। ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে এই টুর্নামেন্ট শেষ করেই নতুন মিশনে যাচ্ছেন ডানহাতি এই ব্যাটার।

আগামী মে মাসের শুরুতে স্ত্রী-সন্তানসহ ইংল্যান্ডে যাচ্ছেন সাব্বির। সেখানকার একটি ক্লাবের হয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ খেলবেন তিনি। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিজেই জানিয়েছেন সাব্বির।

তিনি বলেন, “২ মে ইংল্যান্ড যাচ্ছি। একটা দলের সঙ্গে কথা হয়েছে খেলার জন্য। আপাতত দেশে কোনো ক্যাম্প নেই, কোনো ম্যাচও না। তাই পরিবারসহ যাচ্ছি সেখানে। আশা করি ভালো সময় কাটবে।”

চলমান ডিপিএল নিয়েও মতামত দিয়েছেন সাব্বির। তার ভাষায়, “এই বছর ডিপিএলটা খেলোয়াড়দের জন্য ভালো হয়েছে। তবে আরও একটু গোছানো হলে ভালো লাগত। কিছু কিছু দলের মালিকদের পাওয়া যাচ্ছিল না, পারিশ্রমিক নিয়েও কিছুটা অসংগতি ছিল। গ্রুপপর্ব ভালোভাবেই শেষ হয়েছে, আমাদের আরেকটা ম্যাচ বাকি। সুপার লিগ চলছে, আশা করি সবকিছু ভালোভাবে শেষ হবে।”

You may also like