৩২ রানে ২ উইকেট নেই বাংলাদেশের

by Sports Desk

শুরুতে সাবধানী ব্যাটিং করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের দুই ওপেনার।

ম্যাচের শুরুতে কিছুটা আত্মবিশ্বাসের সঙ্গে এগোলেও মাত্র ৩২ রানেই সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দুজনকেই ফিরিয়েছেন জিম্বাবুয়ের ডানহাতি পেসার ভিক্টর এনাউচি। ২৩ বলে ১২ রান করেন সাদমান, আর জয় করেন ৩৫ বলে ১৪ রান।

Advertisements

ওপেনিং জুটিতে ৮.৩ ওভারে আসে ৩১ রান। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন মুমিনুল হক। তার ইনিংসের শুরুটাও ছিল টালমাটাল। জিম্বাবুয়ের কিপার সহজ একটি ক্যাচ ছেড়ে না দিলে তাকেও শুরুর আগেই ফিরতে হতো।

চারে ব্যাট করতে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩২ রানে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত ও মুমিনুল—দুজনেই তখনো রানের খাতা খুলতে পারেননি।

বাংলাদেশের একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস ওয়েলচ, ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ভিক্টর এনাউচি।

ইউএ / টিডিএস

You may also like