ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্বে ফাহিম

by Sports Desk

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে নতুন দায়িত্ব পাচ্ছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। তিনি দায়িত্ব নিচ্ছেন পদত্যাগকারী এনামুল হক মনির জায়গায়।

Advertisements

গণমাধ্যমকে মিঠু জানান,‘আমাদের যেহেতু কনভেনার এনামুল হক মনি রিজাইন করেছে। সিসিডিএমের সঙ্গে আলাপ হলো যে নতুন একজনকে এপোয়েন্ট করতে। সিসিডিএম বলেছে নাজমুল আবেদীন ফাহিম ভাইকে (নিতে)। তিনি টেকনিক্যাল কমিটির কনভেনার হিসেবে দায়িত্ব পালন করবেন।’

সম্প্রতি আম্পায়ার সৈকত তার পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বলে যে খবর ছড়ায়, তা নিয়ে ব্যাখ্যা দেন মিঠু। তিনি বলেন, ‘পদত্যাগের কথা হয়নি। যে পরিস্থিতি হয়েছে সৈকতসহ আম্পায়াররা একটু অসস্তুষ্ট ছিল। তাই তাদের ডেকে আমরা কথা বললাম। ক্রিকেট বোর্ডের স্ট্যান্ড হচ্ছে জিরো টলারেন্স। আমরা সিসিডিএমের যে নিয়ম আছে সে নিয়মের মধ্যে থেকেই পরবর্তী সিদ্ধান্ত নেব।’

ঘটনার সূত্রপাত হয় ১২ এপ্রিল, আবাহনীর বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে তাওহীদ হৃদয় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়ে মন্তব্য করেন। ফলে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়, যোগ হয় চারটি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানা।

পরদিন হৃদয়ের নিষেধাজ্ঞা বাড়িয়ে আরও এক ম্যাচ করা হলেও পরে আবার তা কমিয়ে আগের মতো এক ম্যাচে নামিয়ে আনা হয়—যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আম্পায়ার সৈকত।

ইউএ / টিডিএস

You may also like