রাজিন সালেহ হলেন এইচপির নতুন কোচ

by Sports Desk

আগামী মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা এইচপি (হাই-পারফরম্যান্স) দল। সেই সিরিজের আগে বাংলাদেশ এইচপির কোচিং স্টাফ নিয়োগ সম্পন্ন করেছে বিসিবি। ইতোমধ্যে প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প, এবং পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কলি কলিমোর।

স্পিন বোলিং কোচ হিসেবে কিছুদিন আগে আরশাদ খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে ব্যাটিং কোচের পদটি নিয়ে বেশ কিছু আলোচনা ছিল, যেখানে হান্নান সরকার এবং রাজিন সালেহের মধ্যে আলোচনা চলছিল। অবশেষে জানা গেছে, এইচপির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Advertisements

আগামী ২৮ এপ্রিল এইচপির চেয়ারম্যান মাহবুবুল আনাম পুরো কোচিং প্যানেলের সঙ্গে বসবেন। দক্ষিণ আফ্রিকা এইচপি দলের সাথে সিরিজের আগে ৪ মে থেকে শুরু হবে অনুশীলন, যেখানে সিরিজে অংশ নেওয়া ক্রিকেটাররা যোগ দেবেন। এরপর সিরিজ শেষে ১০ জুন থেকে এইচপির ক্যাম্প পূর্ণাঙ্গভাবে শুরু হবে, এবং সারা বছর ধরে এইচপির কার্যক্রম চলমান থাকবে।

এটি উল্লেখযোগ্য যে, রাজিন সালেহ এর আগে ডিপিএল, বিপিএল, এনসিএলসহ দেশের বিভিন্ন ঘরোয়া লিগে কোচ হিসেবে কাজ করেছেন। তিনি আগেও এইচপির ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং বাংলাদেশের জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবেও কাজ করেছেন।

You may also like