৪৩ বছর পর এশিয়া কাপে নেই বাংলাদেশ

by Sports Desk

এশিয়ান হকি ফেডারেশন কাপের (এএইচএফ কাপ) সেমিফাইনালে হারের ফলে ৪৩ বছর পর হকির এশিয়া কাপে দেখা যাবে না বাংলাদেশকে।

শুক্রবার (২৫ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় রোমাঞ্চকর এক ম্যাচে ওমান ৫-৪ গোলে হারিয়ে দিয়েছে টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশকে। এই জয়ে ওমান শুধু ফাইনালে উঠেছে না নিশ্চিত করেছে ২০২৫ সালের এশিয়া কাপে অংশগ্রহণও। অন্যদিকে, ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সামনে এশিয়া কাপের দরজা বন্ধ হয়ে গেল প্রথমবারের মতো।

হকির এশিয়া কাপ শুরু হয়েছিল ১৯৮২ সালে। সেই শুরু থেকেই প্রতিটি আসরে অংশ নিয়েছে বাংলাদেশ। এমনকি ১৯৮৫ ও ২০১৭ সালে আয়োজক হিসেবেও অংশ নেয় দেশটি। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল।

এশিয়া কাপের মূলপর্বে খেলতে হলে এএইচএফ কাপে অন্তত ফাইনালে উঠতে হয়। বাংলাদেশ আগের তিন আসরে এই শর্ত পূরণ করে এশিয়া কাপে জায়গা করে নিয়েছিল, এবার আর হলো না। ওমান এবং বাংলাদেশ বিগত কিছু আসরে একসঙ্গে এশিয়া কাপ খেললেও এবার সেমিফাইনালেই মুখোমুখি হওয়ায় এক দলের বিদায় নিশ্চিত ছিল। শেষ পর্যন্ত ওমান জিতে নিল সেই টিকিট।

আরেকটি সেমিফাইনালে জয়ী চাইনিজ তাইপেও ওমানের সঙ্গে এশিয়া কাপ নিশ্চিত করেছে। আগামী ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য আসরটিতে অংশ নেবে এই দুটি দল। বাংলাদেশ এখন শুধু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে কাজাখস্তানের বিপক্ষে।

উল্লেখ্য, এশিয়া কাপ হকি আট দলের টুর্নামেন্ট। এর মধ্যে র‌্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ ছয় দেশ—চীন, জাপান, কোরিয়া, ভারত, পাকিস্তান ও মালয়েশিয়া সরাসরি অংশ নেয়। বাকি দুটি দল এএইচএফ কাপ থেকে আসে।

ইউএ / টিডিএস

You may also like