হ্যাটট্রিক করতে না পারা নিয়ে তাইজুলের মন্তব্য

by Sports Desk

তাইজুল ইসলামের ঘূর্ণি জাদুতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শেষ সেশনটা পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ে একাই তুলে নেন ৫ উইকেট। এমনকি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি যদিও শেষ পর্যন্ত সেটি পূর্ণ হয়নি।

দিন শেষে সংবাদ সম্মেলনে হ্যাটট্রিক মিস নিয়ে প্রতিক্রিয়া জানান এই বাঁহাতি স্পিনার। বলেন, সুযোগ থাকলেও হ্যাটট্রিক না হওয়ায় তেমন আফসোস নেই যদিও একটু খারাপ অবশ্যই লেগেছে। তাইজুল বলেন, ‘আফসোস নেই। হ্যাটট্রিক জীবনে বারবার আসে না। হয় নাই একটু খারাপ তো লাগতেই পারে।’

দিনটা শুরুতে দারুণভাবেই শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বোলারদের ধার কিছুটা কমে আসে। বিশেষ করে দ্বিতীয় সেশনে ছিল উইকেটশূন্য। তবে শেষ সেশনে স্পিনাররা ঘুরে দাঁড়িয়ে দারুণ বোলিং উপহার দেন। তাইজুলের নেতৃত্বে বোলিং আক্রমণে ফের জ্বলে ওঠে টাইগাররা, যা দিন শেষে এনে দেয় স্পষ্ট কন্ট্রোল।

তাইজুল বলেন, ‘আমার মনে হয়, আমরা যে ভালো বল করেছি সেই ক্রেডিটটা আমাদের দিতে চাইছেন না। ওরা কিন্তু জুটি করেছিল, আমরাও কিন্তু কামব্যাক করেছি। খারাপ বল করলে তো আর কামব্যাক করা যেত না। আলহামদুলিল্লাহ, আমরা ভালোভাবেই কামব্যাক করেছি।’

ইউএ / টিডিএস

You may also like