নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের নেতৃত্বে সোহান

by Sports Desk

তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল।

সফরের অংশ হিসেবে প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়ক কে হবেন তা তখনও নিশ্চিত করা হয়নি। অবশেষে সিরিজ শুরুর আগের দিন জানা গেছে দলের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

Advertisements

শনিবার (৪ মে) সিলেটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, “অধিনায়ক ঠিক করা হয়ে গেছে নুরুল হাসান সোহানই নেতৃত্ব দেবে। আমরা দেশের প্রতিনিধিত্ব করছি তাই আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলে দেশকে এগিয়ে নেওয়া।”

আগামীকাল (৫ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে ৭ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ১০ মে সিরিজের শেষ ম্যাচটি হবে সিলেটের আউটার স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে চারদিনের ম্যাচের সিরিজ। প্রথমটি মাঠে গড়াবে ১৪ মে সিলেটে। এরপর দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

ইউএ / টিডিএস

You may also like