সামিতের পাসপোর্ট প্রস্তুত, ফিফার ছাড়ের অপেক্ষা

by Sports Desk

বাংলাদেশ সময় শুক্রবার রাতে টরন্টোয় অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের কনস্যুলেট অফিসে পাসপোর্টের আবেদন করেন কানাডার জাতীয় দলের ফুটবলার সামিত সোম। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তার ই-পাসপোর্ট তৈরি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।

পাসপোর্ট পেয়ে বাংলাদেশের হয়ে খেলার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন সামিত। এখন প্রয়োজন শুধু ফিফার অনুমোদন।

বাফুফে আগামীকাল সামিত, তার বাবা-মায়ের কাগজপত্র এবং কানাডা ফুটবল ফেডারেশনের ছাড়পত্রসহ প্রয়োজনীয় সব তথ্য ফিফায় জমা দেবে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে অনুমোদন পেলেই সামিত বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারবেন।

এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর ফিফা অনুমোদন পেতে তিন মাসের বেশি সময় লেগেছিল। যদিও তিনি ইংল্যান্ডের সিনিয়র দলে না খেললেও, বয়সভিত্তিক পর্যায়ে ইউরোপের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, সামিত কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছেন, যেগুলো আনঅফিশিয়াল হিসেবে চিহ্নিত করেছে কানাডা ফুটবল ফেডারেশন। ফলে বাফুফে আশাবাদী, সামিতের ফিফা ক্লিয়ারেন্স অপেক্ষাকৃত দ্রুতই পাওয়া যাবে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সামিতকে খেলাতে হলে ৩ জুনের মধ্যেই ফিফার অনুমোদন হাতে পেতে হবে।

সামিতের ই-পাসপোর্ট কানাডা থেকে আবেদন করা হলেও প্রিন্ট হয়েছে ঢাকায়। সেটি এখন কানাডায় পাঠানো হবে। পাসপোর্টের তথ্য সম্বলিত পাতা দিয়েই ফিফার কাছে আবেদন করবে বাফুফে এবং আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে। ফেডারেশন চাইছে, কালকের মধ্যেই ফিফায় আবেদন শেষ করতে।

You may also like