‘এ’ দলে সুযোগ পেয়ে আত্মবিশ্বাসী এনামুলরা

by Sports Desk

তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। এ উপলক্ষে গত রোববার প্রথম চার দিনের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার অমিত হাসান, আর তিন বছর পর ‘এ’ দলে ফিরেছেন পেসার এনামুল হক।

দলে আরও আছেন অভিজ্ঞ ব্যাটার নুরুল হাসান সোহান ও ওপেনার নাঈম শেখ। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর শুরু হবে চার দিনের ম্যাচ। প্রথম ম্যাচটি ১৪ মে সিলেটে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে ২১ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

Advertisements

দলে ফেরার পর নিজের লক্ষ্য জানিয়ে এনামুল হক বলেছেন, “এ টিমে যখন আগেও ছিলাম, তখন প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারিনি। এনসিএল শেষ করে ডিপিএল খেলেছি, সেখানে ভালো করার চেষ্টা করেছি। এবার লাল বলের পারফরম্যান্স যেখানে শেষ করেছিলাম, সেখান থেকেই শুরু করতে চাই। জাতীয় দলে সুযোগ পাওয়াই লক্ষ্য।”

প্রথমবার ডাক পেয়ে অনুভূতি জানাতে গিয়ে স্বল্পভাষী অমিত হাসান বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। পরিবার শুধু জানে আমি সিলেটে খেলতে যাচ্ছি। ওরা সবসময় সাপোর্ট দিয়েছে, সেই কারণেই আজ এখানে আসতে পেরেছি। চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিতে, নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে।”

বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড:

  • নাঈম শেখ

  • এনামুল হক বিজয়

  • সাইফ হাসান

  • মাহমুদুল হাসান জয়

  • জাকির হাসান

  • অমিত হাসান

  • মাহিদুল ইসলাম

  • নুরুল হাসান সোহান (অধিনায়ক)

  • নাইম হাসান

  • হাসান মুরাদ

  • নাসুম আহমেদ

  • মুকিদুল ইসলাম মুগ্ধ

  • এনামুল হক

  • এবাদত হোসেন

  • খালেদ আহমেদ

You may also like