বাংলাদেশ সিরিজের সময়সূচি দিল শ্রীলঙ্কা

by Sports Desk

এ মাসেই সংযুক্ত আরব আমিরাত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলবে টাইগাররা। এই দুটি সিরিজ শেষে আগামী মাসে শ্রীলঙ্কার সঙ্গে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আসন্ন সিরিজটির সময়সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। পাকিস্তান সফর শেষে দেশে ফিরে বিশ্রাম নিয়েই ১৩ জুন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

Advertisements

সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৭ জুন গলে। দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস কমপ্লেক্সে।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই একই ভেন্যুতে। ৮ জুলাই তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলেতে। সব ওয়ানডেই হবে দিবারাত্রির।

এরপর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ ১০ জুলাই পাল্লেকেলেতে, দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ জুলাই ডাম্বুলাতে, আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

You may also like