জয় শেষে কী বললেন বাংলাদেশ অধিনায়ক

by Sports Desk

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ সোমবার সিলেটে দুর্দান্ত জয় তুলে নেয় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। ম্যাচ শেষে বোলারদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক, পাশাপাশি জয়ের মোমেন্টাম ধরে রাখার গুরুত্বও তুলে ধরেছেন তিনি।

সোহান বলেন, “টসের সময়ই বলেছিলাম, শুরুটা সঠিক চ্যানেলে করা খুব জরুরি। খালেদ ও শরিফুল সেটা করেছে প্রথম বল থেকেই। আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, ঠিক সেভাবেই বাস্তবায়নের চেষ্টা করেছি। উইকেট ভালো থাকলেও শুরুতে ৫-৬ ওভারে কিছুটা আর্দ্রতা ছিল, যা আমরা কাজে লাগাতে পেরেছি।”

তবে স্রেফ ভালো বোলিং নয়, দলীয় পারফরম্যান্সকেও গুরুত্ব দিয়েছেন সোহান। “আমি সবসময়ই বলি, দল হিসেবে খেলাটাই সবচেয়ে জরুরি। বোলিং ইউনিট আমাদের কাজটা সহজ করে দিয়েছে। তবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব দিক মিলিয়ে আমরা ভালো খেলেছি বলেই এই জয় এসেছে। আজ যেসব ভুল করেছি, সেগুলো পরের ম্যাচে শুধরে আরও গোছানো পারফরম্যান্স দিতে চাই,” বলেন তিনি।

জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামার কথা জানিয়ে সোহান আরও বলেন, “গতকালও বলেছিলাম, আমরা এখানে শিখতে নয়, জিততে এসেছি। খেলার মধ্যে হার-জিত থাকবেই, কিন্তু আমরা ম্যাচ জেতার মানসিকতা নিয়েই মাঠে নামতে চাই।”

সিরিজে ভালো শুরুর পরও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না সোহান। “নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোয়াডে বেশ কয়েকজন অলরাউন্ডার রয়েছে, তারা দল হিসেবেও ভালো। ওরা পরের ম্যাচে আরও শক্ত হয়ে ফিরবে বলে মনে করি। তাই আমরা আমাদের পারফরম্যান্স আরও উন্নত করার চেষ্টা করব এবং শুরুটা যেমন হয়েছে, মোমেন্টামটা ধরে রাখতে চাই।”

You may also like