বেতন বাড়ল নারী ফুটবল দলের

by Sports Desk

নারী ফুটবলে অবশেষে ফিরেছে স্বস্তি। বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারের সবাইকে আবারও চুক্তিতে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু তাই নয় বাড়ানো হয়েছে তাদের বেতনও। সব মিলিয়ে এখন বাফুফের সঙ্গে চুক্তিতে রয়েছেন ৫৩ জন নারী ফুটবলার।

নতুন চুক্তিতে তিনটি ক্যাটেগরিতে ভাগ করে বেতন নির্ধারণ করা হয়েছে।
🔹 সিনিয়র ফুটবলারদের বেতন: ৫ হাজার টাকা বাড়িয়ে ৫৫ হাজার
🔹 জুনিয়র ফুটবলারদের বেতন: সর্বনিম্ন ২০ হাজার টাকা

এদিকে সামনে রয়েছে বাংলাদেশের নারী দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
📅 ৩১ মে: বাংলাদেশ বনাম জর্ডান
📅 ৩ জুন: বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া

এই ম্যাচগুলোর জন্য কোচ পিটার বাটলার দলে ডেকেছেন ভুটান সফরে যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে—মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণা। তারা দ্রুতই ক্যাম্পে যোগ দেবেন।

ইউএ / টিডিএস

You may also like