নেপালকে ৫২ রানে হারাল বাংলাদেশ

by Sports Desk

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের উদ্বোধনী দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ৫২ রানে অলআউট করে বিপুল ব্যবধানে জয় লাভ করে জুনিয়র টাইগ্রেসরা।

শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নেপাল সবকটি উইকেট হারিয়ে ১৮.২ ওভারে মাত্র ৫২ রান সংগ্রহ করতে পারে। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভিন।

ব্যাটিং শুরু থেকেই বিপদে পড়ে নেপালের খেলোয়াড়রা। ইনিংসের তৃতীয় ওভারে নিশিতা নিশি সাবিত্রি ধামীকে আউট করে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে পূজা মহৌত্র ১৮ বল খেলে মাত্র ২ রান করতে পারেন। অধিনায়ক সানা পারভিনের বাইরে বাকিরা কেউই বড় রান করতে পারেননি, এবং দলের সর্বোচ্চ ১৯ রান আসে সানার ব্যাট থেকেই।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল দারুণ। জান্নাতুল মাওয়া ১১ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার হন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন আনিসা আক্তার সুবা, ফাহমিদা ছোঁয়া ও নিশিতা নিশি।

You may also like