সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

by Sports Desk

চেক প্রতারণার অভিযোগে ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।

এ ঘটনার আগেই, গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে সাকিবসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ওইদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। ইমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে উপস্থিত হলেও অন্য আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সাকিব আল হাসানের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশ্যে আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে একাধিক ঋণ গ্রহণ করে। এর বিপরীতে দুটি চেক ইস্যু করা হয়, কিন্তু পরবর্তীতে চেক দুটির পরিমাণ প্রায় চার কোটি পনেরো লাখ টাকা হওয়া সত্ত্বেও ব্যাংক থেকে তা উত্তোলন করা সম্ভব হয়নি, কারণ তাতে পর্যাপ্ত টাকা ছিল না।

You may also like