আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির থিম সং- এ সাকিব

স্পোর্টস ডেস্ক

আর কদিন পরই শুরু হতে যাচ্ছে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফির আসর। এর জন্য বেশ জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দেশের ক্রিকেট দলগুলো। শেষ মুহূর্তের অনুশীলন করছেন ক্রিকেটাররা। দল গঠনেও তৈরি হচ্ছে নানান সমীকরণ।

শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে আইসিসি নিজেও। প্রতিটি আয়োজনের আগে তারা একটি থিম সং প্রস্তুত করে। এবারেও তার বাতিক্রম হইনি। এবারের থিম সং প্রস্তুত করা হয়েছে বিশ্বের সব জনপ্রিয় খেলোয়াড়দের-কে ঘিরে।

বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির দলে জায়গা করতে না পারলেও এই থিম সং- এ জায়গা পেয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে আখ্যা দেওয়া হয়েছে “জিনিয়াস” বলে। তাঁর সাথে নাম আছে মুস্তাফিজুর রহমাননের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ভুলে গেলেও আইসিসি তাঁর খেলাকে মনে রেখেছে। যাকে ছাড়া বাংলাদেশ ক্রিকেট দল কল্পনা করা যেত না সেই সাকিবকে ছাড়াই এবার এত বড় আসরে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল।

সুপ্তি / টিডিএস

You may also like