দেশজুড়ে বিপুল উৎসাহে তারুণ্যের উৎসব উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক

দেশে তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক মাস ২০ দিনব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) তারুণ্যের উৎসবের আয়োজনটি শেষ হবে। গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হওয়া ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর প্রতিপাদ্য ছিল ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এই থিমকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদ্‌যাপিত হয়েছে উৎসবটি।

তারুণ্যের উৎসবের মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য ও সহযোগিতার মূল্যবোধ প্রচার করা হয়েছে। উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

ছোট ছোট সৃষ্টিশীল উদ্যোগের মাধ্যমে সারাদেশের গ্রাম, শহর, প্রান্তিক ও অনগ্রসর এলাকা থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার তরুণ-যুবাদের সরাসরি অংশগ্রহণে উদ্‌যাপিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’। এই উৎসবের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্যবোধ গ্রাম-শহর, সুবিধাপ্রাপ্ত-সুবিধাবঞ্চিত সকল তরুণ-যুবদের মধ্যে প্রচার করা হয়েছে। তরুণদের মধ্যে সুপ্ত প্রতিভা ও অজানা সম্ভাবনার বিষয়ে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে যা তরুণদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

ক্রীড়া পরিদপ্তরের তত্ত্বাবধানে জেলা ক্রীড়া অফিস সারা দেশে ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে আয়োজন করেছে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট। এই প্রতিযোগিতার মধ্যে মেয়েদের জন্য ছিল ৮৫৫টি ম্যাচ, যেখানে কমপক্ষে ২৫ হাজার ৬০০ মেয়ে অংশগ্রহণ করেছে। বিপিএল চলাকালে বিসিবি বিভিন্ন ভেন্যুতে শূন্য বর্জ্য ক্যাম্পেইন চালিয়ে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে।

ইউএ / টিডিএস

You may also like