শ্রীলঙ্কার কলম্বোতে এশিয়ান জোনাল ৩.২ দাবা চ্যাম্পিয়নশীপে মহিলা বিভাগে বাংলাদেশের ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ।
মঙ্গলবার (১৮ মার্চ) শেষ রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদের সঙ্গে ড্র করে এক সঙ্গে তিন প্রাপ্তি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন পরবর্তী মহিলা বিশ্বকাপে অংশগ্রহণ ও মহিলা আন্তর্জাতিক মাস্টার নিশ্চিত হয়েছে।
ওয়াদিফা কলম্বো বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন,‘ওশিনিকে আমি হারিয়েছি। শেষ রাউন্ডে ওশিনি জিতলেও টাইব্রেকে আমার চ্যাম্পিয়নশীপ নিশ্চিত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিশ্বকাপেও খেলব এবং মহিলা আন্তর্জাতিক মাস্টারও হলাম। অসাধারণ লাগছে সব কিছু মিলিয়ে।’
ওয়াদিফার বড় বোন ওয়ালিজাও দাবাড়ু। তারা দুই বোনই জুনিয়র মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন সর্বশেষ দুই আসরে। বড় বোন ওয়ালিজার আগে ছোট বোন ওয়াদিফা মহিলা আন্তর্জাতিক মাস্টার হলেন। বড় বোন নিয়ে ছোট বোনের বক্তব্য,‘আমরা দুই জনই আন্তর্জাতিক মহিলা মাস্টার হওয়ার দৌড়ে ছিলাম। আমি হলাম , সেও হবে সামনে।’
মহিলা আন্তর্জাতিক মাস্টার (আইএম) হতে ২২০০ রেটিং এবং তিনটি নর্মের প্রয়োজন হয়। গত বছর হাঙ্গেরিতে একটি মহিলা আইএম নর্ম পেয়েছিলেন ওয়াদিফা। এশিয়ান জোনাল বা বিশ্বকাপ বাছাইয়ে ফিদে মাস্টার যদি চ্যাম্পিয়ন হন, তবে সরাসরি আইএম টাইটেল অর্জন করা যায়, যেখানে নর্ম পূরণের শর্ত থাকে না এবং রেটিং ২২০০’র পরিবর্তে ২০০০ হলেই চলে। বর্তমানে ওয়াদিফার রেটিং ২০৯১, তাই তার মহিলা আন্তর্জাতিক মাস্টার টাইটেল পাওয়ার কোনো বাধা নেই। তবে, দুই বছর আগে জান্নাতুল ফেরদৌস জোনালে চ্যাম্পিয়ন হয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টারের যোগ্যতা অর্জন করলেও কাঙ্ক্ষিত ২০০০ রেটিং না পাওয়ায় তিনি এখনও খেতাব পাননি।
ইউএ / টিডিএস