জাতীয় ক্রীড়া পরিষদ আজ আরো পাঁচটি ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করেছে। ৫ আগস্ট থেকে ক্রীড়াঙ্গন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন ফেডারেশনের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া চলছে। প্রথম দফায় ১৪ নভেম্বর ৯টি ফেডারেশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল। তার পর, গত মাসে সাতটি ফেডারেশনের কমিটি পুনর্গঠিত হয়েছিল এবং আজ আরও পাঁচটি ফেডারেশনের নতুন কমিটি প্রকাশ করা হলো। দেশের শীর্ষ ক্রীড়া সংস্থা বাফুফে এবং বিসিবিতে নতুন কমিটি গঠন ও পদবদল হয়েছে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালন করা আসাদুজ্জামান কোহিনূরের অধ্যায় আজকের অ্যাডহক কমিটির মাধ্যমে শেষ হয়েছে। তার জায়গায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। অ্যাডহক কমিটির যুগ্ম সম্পাদক হয়েছেন রাশিদা আফজালুন্নেসা। এছাড়া, ডালিয়া আক্তার, আকরাম, আমজাদসহ অন্যান্য সাবেক খেলোয়াড়েরা কমিটির সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে কয়েকজন নতুন নামও অন্তর্ভুক্ত হয়েছে। ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের ডিজি মেজর জেনারেল সারোয়ার ফরিদ।
সাইক্লিং ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে বদল এসেছে। তাহের উল আলম চৌধুরী স্বপনের স্থলে আবু হেনা মস্তফা কামাল নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি জাতীয় পর্যায়ের সাইক্লিস্ট ছিলেন। সাইক্লিস্ট ফারহানা শিলা সহ আরও কয়েকজন সাবেক সাইক্লিস্ট এই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। ফেডারেশনের সভাপতি হয়েছেন ব্যবসায়ী সাইফুল ইসলাম।
জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে যোগ দিয়েছেন পুলিশ কর্মকর্তা সৈয়দ জান্নাত আরা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, যিনি ক্রীড়াঙ্গনে তার দীর্ঘকালীন সম্পৃক্ততার জন্য পরিচিত, তাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব এসেছে।
কুস্তি ফেডারেশনে দীর্ঘদিন সাধারণ সম্পাদক পদে থাকা তবিউর রহমান পালোয়ান বাদ পড়েছেন। তার স্থলে সাধারণ সম্পাদক হয়েছেন জীবন। রাগবি ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মওসুম আলীও নতুন কমিটিতে স্থান পাননি, তার জায়গায় এসেছেন আখতার জামান।
আজ ঘোষিত পাঁচটি কমিটিতে সাবেক খেলোয়াড়, সংগঠক, পৃষ্ঠপোষক, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি শক্তিশালী দল গঠন করা হয়েছে।