রাজশাহীর হয়ে বিপিএল খেলতে এলেন কামিন্স

by Sports Desk

বোলিং বিভাগের শক্তি বাড়াতেই কি না এবার বিদেশি এক ক্রিকেটারকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। প্রচলিত নামটা অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আছে গত দুদিন ধরেই। কামিন্স আসছেন রাজশাহীতে। তবে প্যাট কামিন্স না, এসেছেন মিগুয়েল কামিন্স! 

কে এই মিগুয়েল কামিন্স, সেই পরিচয় পেতে চাইলে যেতে হবে অনেকটা দিন আগে। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে। 

Advertisements

You may also like