ইব্রাহিমের ঝড়ো ব্যাটিংয়ে ইংল্যান্ডকে ৩২৬ রানের লক্ষ্য

by Sports Desk

ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ম্যাচে ১৬৫ রানের ইনিংস খেলে বেন ডাকেট গড়েছিলেন ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। তবে মাত্র তিন দিনের মধ্যেই সেই রেকর্ড ভেঙে দেন ইব্রাহিম জাদরান। ১৭৭ রানের অসাধারণ ইনিংস খেলে আফগানিস্তান তাদের ওয়ানডে ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের সংগ্রহ অর্জন করেছে। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি তাদের নতুন দলীয় রেকর্ডও।

লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেন ইব্রাহিম। পাশাপাশি মোহাম্মদ নবি ২৪ বলে ৪০ রান করে দলের সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

সুপ্তি / টিডিএস

You may also like