পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

by Sports Desk

চ্যাম্পিয়ন্স ট্রফির নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। এই আসরে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এই এক পয়েন্ট।

রাওয়ালপিন্ডিতে গত কয়েক দিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে। গতকাল রাতে বৃষ্টি হলেও সকালে কিছুটা থামলেও আবহাওয়া ছিল মেঘলা। দুপুর থেকে আবার বৃষ্টির মধ্যে মাঠে খেলা শুরু করা সম্ভব হয়নি, কারণ মাঠের ড্রেনেজ ব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় বৃষ্টির পর মাঠ প্রস্তুত করতে বেশ সময় লাগত। তবে মাঠ কর্মীরা সে সময়টুকুও পাননি।

Advertisements

টস হওয়ার কথা ছিল স্থানীয় সময় দুপুর দেড়টায় (বাংলাদেশ সময় আড়াইটা) কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়া পরিবর্তন না হওয়ায় আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এই ম্যাচের ফল পয়েন্ট তালিকায় কোনো পরিবর্তন আনেনি। কারণ দুই দলই আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। প্রথম দুটি ম্যাচে হেরে আসর থেকে ছিটকে যাওয়ার পর এই ম্যাচটি ছিল কেবল নিয়মরক্ষার। তবে বৃষ্টিই শেষ পর্যন্ত জয়ী হয়ে ম্যাচটি বাতিল করেছে।

বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টে তিন ম্যাচে এক পয়েন্ট ছাড়া কিছুই নেই, দুটি হারের পাশাপাশি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পাকিস্তানও একই অবস্থায় থাকলেও নেট রানরেটে কিছুটা এগিয়ে থাকায় বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান নিয়েছে, আর পাকিস্তান শেষ অবস্থানে।

 

সুপ্তি / টিডিএস

You may also like